সার্স জীবাণুর উৎস চীন
খোঁজ মিলেছে সিভিয়ার রেসপিরেটরি সিনড্রোম (সার্স)-এর উত্সের৷ জানা গিয়েছে প্রাণঘাতী এই সংক্রামক 'করোনা ভাইরাস' ছড়াচ্ছে চীন থেকে৷ চীনের এক বিশেষ প্রজাতির বাদুড়-ই হল এই রোগের ধারক এবং বাহক৷ এদের পাকস্থলীতেই বেড়ে ওঠে সার্সের জীবাণু৷ প্রজাতির পোশাকি নাম 'হর্স শ্যু ব্যাট' (রাইনোলোফাস হিপোসিডেরাস)৷ বৃহস্পতিবার এই বিষয়ে গবেষণাপত্র প্রকাশিত হয় 'নেচার' পত্রিকায়৷ সার্স জীবাণুর উত্স খুঁজতে যৌথ গবেষণায় নেমেছিলেন অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাসট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট, চিনের...
Posted Under : Health News
Viewed#: 15
আরও দেখুন.

