বিভিন্ন ধরনের ডাল প্রতিদিন খেলে ক্ষতিকর চর্বির পরিমাণ কমে। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী নিয়মিত খাবারে ডাল গ্রহণ করেন এবং করেন না—এই দুই ধরনের মানুষের রক্তে চর্বি বা কোলেস্টেরলের মাত্রা পর্যবেক্ষণ করে এই মত দিয়েছেন। নানা ধরনের ডাল এবং বীজজাতীয় খাদ্য, যেমন: মটরশুঁটি, শিম বা বরবটি ইত্যাদি দৈনিক খাদ্যতালিকায় রাখা হলে রক্তে এলডিএল কোলেস্টেরলের পরিমাণ আগের চেয়ে কয়েক মাসের মাথায় ৫ শতাংশ কমে আসে। আর হূদেরাগের ঝুঁকি হিসেবে এই ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল বেশি দায়ী। বিজ্ঞানীদের এই...

