সুগন্ধি আপনাকে দেবে স্বচ্ছ, নিখুঁত হওয়ার প্রেরণা। সৌন্দর্যবোধের ঘ্রাণ আপনার সঙ্গী হবে দীর্ঘক্ষণ। মৃদু ঘ্রাণ আপনার শরীরে বসবাস করবে। একটি ভালোমানের সুগন্ধি আপনাকে ১০ ঘণ্টা বা তারও অধিক ঘ্রাণ ছড়িয়ে থাকে। সুগন্ধি কেনার আগে অবশ্যই শুঁকে নিন। অনেক পারফিউম একসঙ্গে টেস্ট করবেন না। হাতের কব্জির উল্টা পিঠে যেখানে পালস বিট করে সেখানে একটি স্প্রে দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর সিদ্ধান্ত নিন। শুধু রিভিউ দেখে সিদ্ধান্ত নেবেন না। কারণ সবার বডি কেমিস্ট্রি এক নয়, তাই সবার শরীর থেকে সবসময় একই সুগন্ধ...

