আমেরিকার এক প্রবাসী ভারতীয় চিকিৎসক প্রথম একটি ক্ষুদ্র আকারের সীসাবিহীন কার্ডিয়াক পেসমেকার যন্ত্র অস্ত্রোপচার ছাড়াই এক রোগীর শরীরে প্রতিস্থাপন করলেন৷ বিবেক রেড্ডি নামের এই চিকিৎসক দ্য মাউন্ট সিনাই হাসপাতালে এই যন্ত্রের প্রতিস্থাপন করেন৷ এই পেসমেকারটির মাত্র কয়েক সেন্টিমিটার দৈর্ঘ্য এবং এটি সাধারণ পেসমেকারের তুলনায় প্রায় দশ গুণ ছোট৷ অতিক্ষুদ্র এই যন্ত্রটি সেন্ট জুড মেডিক্যাল তৈরি করেছে এবং এর নিরাপত্তা ও কার্যক্ষমতা আন্তর্জাতিকস্তরে গবেষণা করা হয়েছে৷ এই গবেষণাটির নাম দেওয়া হয়েছিল...

