জরায়ুর সিস্ট সমস্যা বেড়েই চলছে
অনেক আধুনিক মহিলাদের জীবনেই মুখমণ্ডলে অবাঞ্ছিত লোম, অ্যাকনে, অনিয়মিত ঋতুস্রাবের মতো সমস্যাগুলো কমবেশি দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এর মূল কারণ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা জরায়ুর সিস্ট। ভারতসহ এ অঞ্চলের মহিলাদের মধ্যে এ সমস্যা দিনে দিনে বেড়েই চলছে। অধিকাংশ মহিলাদের জরায়ুতেই ধরা পড়ছে একাধিক সিস্ট। যদিও চিকিত্সকরা এখনও এর প্রকৃত কারণ জানাতে পারেননি। অনেকেই মনে করেন জরায়ুর সিস্ট বংশগত ব্যাপার। চিকিত্সকরা জানাচ্ছেন প্রায় ৩০-৪০ শতাংশ টিনএজারদের মধ্যে জরায়ুতে একাধিক সিস্টের সমস্যা...
Posted Under : Health News
Viewed#: 53
See details.

