দায়সারাভাবে আলোচিত স্বাস্থ্যসেবা পরিকল্পনার বাস্তবায়ন শুরুর জের ধরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গ্রহণযোগ্যতায় ব্যাপক ভাটা পড়েছে। এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। গতকাল মঙ্গলবারওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের প্রকাশিত ওই জরিপের ফলাফলে দেখা যায়, জনগণের কাছে বারাক ওবামার বর্তমান গ্রহণযোগ্যতার মাত্রা ৪২ শতাংশ। এক মাস আগেও তা ছয় পয়েন্ট বেশি ছিল। ওবামার জন্য গ্রহণযোগ্যতা এ মাত্রা এ যাবৎকালের সর্বনিম্ন। জরিপের ফলে দেখা যাচ্ছে, ওবামার নতুন স্বাস্থ্যসেবা আইনের বিরোধিতাকারীদের সংখ্যা ...

