পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রাসাদ যাদবকে দোষী সাব্যস্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের বিশেষ আদালত। বৃহস্পতিবার মামলার দণ্ডাদেশ দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। আইনজীবীরা জানিয়েছে, দোষী সাব্যস্ত হওয়ায় ৩ থেকে ৭ বছরের কারাদণ্ড পেতে পারেন লালুপ্রাসাদ। মামলায় লালুপ্রাসাদের সঙ্গে আরও ৪৫ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত মামলার আসামী হয়ে দোষী সাব্যস্ত হয়েছেন...

