দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল, তবে সংকটাপন্ন’। চিকিৎসায় এখনো সাড়া দিচ্ছেন তিনি। দেশটির সরকার গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। গতকাল ম্যান্ডেলাকে দেখার পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ওই বিবৃতি দেন। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ম্যান্ডেলার শারীরিক অবস্থা আগের মতোই আছে। তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। এর বেশি কিছু জানানো হয়নি। ফুসফুসের সংক্রমণের কারণে তিন মাস চিকিৎসা দেওয়ার পর ৯৫ বছর বয়সী...

