তিনি যখন জন্মান রানি ভিক্টোরিয়া তখনো ব্রিটিশ সিংহাসনে আসীন। আর আমেরিকায় স্পেনীয় উপনিবেশের অবসানে স্পেন-আমেরিকার যুদ্ধের দামামা কেবল বাজতে শুরু করেছে। এরপর আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরে জল অনেকই গড়িয়েছে। সে সবের খবর রাখুন বা নাই রাখুন, অন্য এক প্রশান্তি নিয়ে তিনি এক শতাব্দী পার করেছেন বহু আগেই। তিনি জাপানের মিসাও ওকাওয়া। কাল বুধবার তাঁর ১১৬তম জন্মদিন উদযাপন করা হবে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এর তথ্য অনুসারে তিনিই বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। এ প্রেক্ষাপটে নিজের দীর্ঘায়ু হওয়ার গোপন...

