নিঃসঙ্গতা স্বাস্থ্যহানির কারণ
নিঃসঙ্গতাকে হালকাভাবে না নেয়ার আহ্বান জানিয়েছেন একদল গবেষক। তারা বলেছেন, নিঃসঙ্গতা শরীরের প্রতিরক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে, যা মানুষের স্বাস্থ্যহানির কারণ হয়ে উঠতে পারে। নতুন এক চিকিত্সা সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ওই সমীক্ষায় গবেষকরা দেখছেন, নিঃসঙ্গতা শরীরে এক ধরনের আমিষের উৎপাদন বাড়িয়ে দিতে পারে। ফলে দেখা দিতে পারে প্রদাহ বা ঘটাতে পারে হৃদরোগ। টাইপ টু ডায়াবেটিস, আরথ্রাইটিস বা সন্ধিবাত ও অ্যালঝেইমার রোগও দেখা দিতে পারে একই কারণে। সেই সঙ্গে শরীর নাজুক হয়ে পড়তে পারে, দৈহিক তত্পরতা কমতে...
Posted Under : Health News
Viewed#: 79
আরও দেখুন.

