সন্তানহীন দম্পতিরা অকাল মৃত্যুর ঝুঁকিতে থাকেন বলে সুইডেনের বিজ্ঞানীদের একটি গবেষণায় বলা হয়েছে। বন্ধ্যাত্ব ঘোচাতে চিকিৎসা নেয়া ২১ হাজারের বেশি দম্পতির চিকিৎসা ইতিহাস পর্যবেক্ষণে বেরিয়ে এসেছে এ তথ্য। জার্নাল অব এপিডেমিওলোজি অ্যান্ড কমিউনিটি হেলথ রিপোর্টস’ এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। গবেষণায় ১৯৯৪ সালে থেকে এ পর্যন্ত ডেনমার্কের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে জন্ম, মৃত্যু ও বন্ধ্যাত্বের চিকিৎসার বিভিন্ন পদ্ধতি বিষয়ে সংগৃহীত তথ্য অন্তর্ভূক্ত...

