ডান কানেই শোনে বেশি
যদি কাউকে দিয়ে কিছু নিজের জন্য করাতে চান, তবে অনুরোধটি ডান কান লক্ষ্য করে করুন। রসিকতা নয়, ইতালির একদল বিশেষজ্ঞ নিশ্চিত হয়ে এ পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞ দলের মতে, মানুষ ডান কানে বেশি শুনতে পায়। উপরন্তু ডান কানের শব্দমালা মস্তিষ্কের মধ্যে চমৎকার উদ্দীপনা সৃষ্টি করে। আর এ কারণে ব্যক্তি অনুরোধ রক্ষা করে বেশিরভাগ ক্ষেত্রে। তিনটি পৃথক গবেষণা দ্বারা প্রাপ্ত তথ্য বিশ্লেষণের আলোকে বিজ্ঞানী দল নিশ্চিত হয়েছেন, ৭২ ভাগ ক্ষেত্রে মানুষ ডান কানে বেশি শোনে। গবেষক দলের অন্যতম প্রফেসর সোফি স্কট মন্তব্য...
Posted Under : Health News
Viewed#: 31
আরও দেখুন.

