কনকনে শীতের রাত। বাইরে কুয়াশাটা বেশ ভারীই মনে হচ্ছে। কম্বল মুড়ে আপনি শীতকে উপভোগ করছেন দারুনভাবে। হঠাৎ করেই আপনার মা ডাকলেন, বললেন তোর বাবার বুকটা ছিন ছিন করে ব্যাথা করছে অনেক্ষন ধরে। দেরি না করে উঠলেন আপনি, বাবাকে দেখতে গেলেন।এভাবেই মাঝরাতে অথবা যেকোন সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে যেতে পারে আপনার কোন প্রিয়জন, আত্বীয়, বন্ধু অথবা প্রতিবেশী কেউ। কি করবেন আপনি??? কাছাকাছি কোন হাসপাতাল, ক্লিনিক আছে কিনা, কোনটাতে নিবেন অথবা আগের ব্যবস্থাপত্র আছে কিন্তু ঔষধ শেষ, আবার কোনঔষধালয়ে গেলে ঔষধটা পাবেন...

