গর্ভাবস্থায় মায়েরা বিষণ্ন থাকলে তার প্রভাব সন্তানের ওপরও পড়ে। বিষণ্নতা একটি রোগ এবং এই রোগের ঝুঁকি মাতৃগর্ভ থেকেই শুরু হয়। সম্প্রতি এই আশ্চর্য তথ্য প্রকাশ করেছেন ব্রিটেনের একদল বিজ্ঞানী। যে মায়েরা গর্ভাবস্থায় বিষণ্নতায় আক্রান্ত হন, তাঁদের আসন্ন সন্তানেরাও এ রোগের ঝুঁকিতে থাকে। গর্ভকালীন বিষণ্নতায় আক্রান্ত প্রায় আট হাজার নারীর ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, তাঁদের সন্তানদের পরবর্তী সময়ে অর্থাৎ ১৮ বছর বয়সে বিষণ্নতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় ১ দশমিক ৩ গুণ...

