বাংলাদেশের প্রায় তিন লাখ মানুষ ডিমেনশিয়ায় ভুগছেন। ২০৫০ সাল নাগাদ এই সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রস্তুতি নেই বললেই চলে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ডিমেনশিয়াবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলা হয়। সম্মেলনটির আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশন। সম্মেলনে বলা হয়, ডিমেনশিয়া মূলত বার্ধক্যজনিত রোগ। ডিমেনশিয়ার প্রাথমিক ও প্রধান লক্ষণ স্মৃতি হারিয়ে ফেলা। ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষ...

