দুধ ফেলে দেওয়ায় রায়পুরে মিল্ক ভিটার খামারিদের বিক্ষোভ
মিল্ক ভিটার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সমবায়ীরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছেন। মিতালী বাজার শীতলীকরণ কেন্দ্রে খামারিদের কাছ থেকে সংগ্রহ করা এক হাজার ১২৯ লিটার দুধ গত সোমবার সন্ধ্যায় মিল্ক ভিটা কর্তৃপক্ষ ফেলে দেয়। এতে খামারিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ঘটনায় গতকাল দুপুরে মিতালী বাজারে অবস্থিত মিল্ক ভিটার অফিসের সামনে খামারিরা জড়ো হন। পরে বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় প্রধান কার্যালয় থেকে আসা এজিএম (সমিতি) আবদুল মজিদ তদন্তের আশ্বাস দিয়ে খামারিদের শান্ত করেন। জানা গেছে, সোমবার বিকেলে দক্ষিণ...
Posted Under : Health News
Viewed#: 18
আরও দেখুন.

