এনজিওগ্রাফি থেকে এনজিওগ্রাম
এনজিওগ্রাম রক্ত নালির একটি পরীক্ষার নাম ও চিকিৎসা পদ্ধতি। এই পরীক্ষাটি একধরনের Special X-Ray পরীক্ষার মতো। যার সাহায্যে হৃৎপিণ্ডের রক্তনালীর, মস্তিষ্কের রক্তনালি, কিডনির রক্তনালী ও হাত-পায়ের রক্তনালী দেখা যায়।যেভাবে এই পরীক্ষা করা হয় সেই পদ্ধতিকে এনজিওগ্রাফি বলে এবং পরীক্ষার পর X-Ray Image বা Film যেটি বের হয় তাকে বলে এনজিওগ্রাম। হৃৎপিণ্ডের রক্তনালির সমস্যা দেখার জন্য যে এনজিওগ্রাম করা হয় তাকে করনারি এনজিওগ্রাম বলা হয়। মস্তিষ্কের রক্তনালির সমস্যা দেখার জন্য যে এনজিওগ্রাম করা হয় তাকে বলে...
Posted Under : Health Tips
Viewed#: 111
See details.

