মেজাজ খারাপে ‘হাবিজাবি’ খেতে ইচ্ছা করে!
মন-মেজাজ খারাপ থাকলে অনেকেরই কেন ‘জাঙ্কফুড’ বা হাবিজাবি খেতে ইচ্ছা করে, আর মন-মেজাজ ভালো থাকলে কেন সবাই স্বাস্থ্যকর খাবারদাবার খেতে চান—তা নিয়ে বহু কথাবার্তাই হয়েছে। তবে, মানুষ ভিন্ন ভিন্ন মানসিক পরিস্থিতিতে কীভাবে আবেগ-অনুভূতি দ্বারা পরিচালিত হয় এবং এ সময় খাবারদাবারের বিষয়ে তাঁরা কী বেছে নেন, সে সম্পর্কে নতুন আলোকপাত করেছেন গবেষকেরা। বার্তা সংস্থা আইএএনএস এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। মনোবিজ্ঞান গবেষক গার্ডনার এম ওয়ানশিঙ্ক বলেন, ‘ধারণা করা হয় যে অস্বস্তিকর অবস্থায়...
Posted Under : Health News
Viewed#: 19
আরও দেখুন.

