স্বাস্থ্যখাতে বিদেশি বিনিয়োগের খোঁজে মিয়ানমার
এক সময় দক্ষিণ-পূর্ব এশিয়ার সেরা স্বাস্থ্যসেবা ব্যবস্থার উদাহরণ ছিল মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনের জেনারেল হাসপাতাল। আর এখন শত শত রোগী ঔপনিবেশিক আমলের লাল ইটের জৌলুস হারানো বিশাল জেনারেল হাসপাতাল ভবনের বরান্দায় ঘুমাতে বাধ্য হয়। হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে কুকুর ঘুমায় আর কোনগুলোতে ময়লার স্তুপ জমে থাকে। মিয়ানমারের স্বাস্থ্যসেবার এ ধরনের দৃশ্যগুলো পাল্টাতে চায় দেশটির সংস্কারবাদী সরকার। এশিয়ার অন্যতম দুর্বল স্বাস্থসেবা ব্যবস্থার পরিবর্তনের আশা নিয়ে এ খাতে বরাদ্দ বৃদ্ধি করার দিকে নজর...
Posted Under : Health News
Viewed#: 22
আরও দেখুন.

