পাইলট সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য
নিখোঁজ হওয়ার কিছুদিন আগে মালয়েশিয়ার বিমানের পাইলট জাহারি আহমাদ শাহের (৫৩) বিয়ে ভেঙে যায়। এ ঘটনার পর থেকেই মানসিক পীড়নের মধ্যে ছিলেন তিনি। ডেইলি মেইলের খবরে জানানো হয়, নিখোঁজ বিমানের পাইলটের বিষয়ে প্রথমবারের মতো এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তাঁর স্বজনেরা। ৩০ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। পাইলট জাহারি আহমাদ শাহের মেয়ে আয়েশা বলেন, ‘আমার বাবা আগের মতো ছিলেন না। তিনি অন্যমনস্ক ও বিমর্ষ থাকতেন।’পরিবারের সঙ্গে জাহারি। ছবি: ডেইলি মেইল পাইলট জাহারি আহমাদ শাহের বিষয়ে আরও জানা গেছে,...
Posted Under : Health News
Viewed#: 38
See details.

