অব্যবহৃত হিমোগ্লোবিন দিয়ে সৌরকোষ
অব্যবহৃত রক্তের উপাদান থেকে সৌরকোষ তৈরি করেছেন বাঙালী বিজ্ঞানী সমীর কুমার পাল। এই সৌরকোষ কাজে লাগিয়েই এবার তৈরি করা যাবে বিদ্যুত। কলকাতার এসএন বোস ন্যাশনাল সেন্টারের বাঙালি বিজ্ঞানী ও তার ছাত্রদের এই আবিষ্কার সাড়া ফেলেছে বিদেশেও। তার আবিষ্কৃত সোলার সেল দিয়ে তৈরি জিনিসের দামও কম হবে বলে দাবি করা হয়েছে। হিমোগ্লোবিন দিয়ে সোলার সেল। শুনলে একটু চমকে উঠতে হয়। এও আবার হয় নাকি। রক্ত দিয়ে কী ভাবে তৈরি হবে সৌরশক্তি। আপাত অসম্ভব এই কাজকেই সত্যি করেছেন বাঙালি বিজ্ঞানী সমীর কুমার পাল। কিন্তু কীভাবে...
Posted Under : Health News
Viewed#: 26
আরও দেখুন.

