হেলথকেয়ার ইনোভেশন অ্যাওয়ার্ড পেল ব্র্যাক
ঢাকার বস্তিগুলোতে মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পরিচালিত এক উদ্ভাবনী কর্মসূচির জন্য ব্র্যাক, ‘গ্লোবাল জিএসকে অ্যান্ড সেভ দ্যা চিলড্রেন ‘ওয়ান মিলিয়ন ডলার হেলথকেয়ার ইনোভেশন অ্যাওয়ার্ড’ পেয়েছে। উন্নয়নশীল বিশ্বের ২৯টি দেশ থেকে জমাকৃত প্রায় ১০০টি আবেদন থেকে বাছাইকৃত পাঁচটি সংস্থার একটি হচ্ছে বেসরকারি সংস্থা ব্র্যাক। সিয়েরা লিওনের ফ্রিটাউন বস্তিগুলোতে মানসীর আদলে একটি পরীক্ষামূলক প্রকল্প পরিচালনার জন্য পুরস্কারের অর্থ থেকে ব্র্যাক তিন লাখ মার্কিন ডলার পাবে। মানসী...
Posted Under : Health News
Viewed#: 44
See details.

